ফ্রিল্যান্সিং ভালো নাকি সাধারন চাকরি ভালো?

 ফ্রিল্যান্সিং ভালো নাকি সাধারন চাকরি ভালো?

এই প্রশ্নটা অনেকেরই মাথায় আসে যে ফ্রিল্যান্সিং করা ভালো হবে নাকি লেখাপড়া করে কোন সরকারী বা বেসরকারী চাকরীতে জয়েন করা ভালো হবে। আমার মতামত আমি দেওয়ার চেষ্টা করিঃ

[ আপনি সবচেয়ে নিচের অংশ "তাহলে মূলকথা কি এবং আমার মতামত" এই অংশটি নিশ্চয়ই পড়ার চেষ্টা করবেন]



ফ্রিল্যান্সিং VS সাধারণ চাকরি

একটু খেয়াল করি ফ্রীলান্সিং জগৎটা কিন্তু অনেকটাই অনির্ভরশীল। অর্থাৎ আপনি চাইলে যেকোনো সময় কাজ পাবেন এমনটা নয়। কিন্তু অপরদিকে সাধারন চাকরির একটি সুবিধা হলো এটি অনেকটা স্থিতিশীল। অর্থাৎ আপনার যেকোন সময় চাকরি হারাবার কোনো সুযোগ নেই। এটি হচ্ছে মূল কারণ ফ্রিল্যান্সিং থেকে সাধারণ চাকরি বেশি উপযোগী হওয়ার। তাছাড়া ফ্রিল্যান্সিং-এর ও কয়েকটি ভালো দিক আছে। আমি কয়েকটি পয়েন্ট দেখাই ভালোভবে খেয়াল করুনঃ

  1. সাধারণ চাকরি থেকে ফ্রিল্যান্সিং করে অধিক টাকা কামানো সম্ভব। এই কথাটি অযৌক্তিক নয়।
  2. ফ্রিল্যান্সিং এর কাজ যখন চাইবেন তখনি পাবেন না কিন্তু সাধারন চাকরির একটি সুবিধা হলো আপনি নির্দিষ্ট সময়ের জন্য কাজ পাবেন।
  3. ফ্রিল্যান্সিংয়ে স্ক্যামারদের হাতে পরার অসুবিধা থাকে কিন্তু সাধারন চাকরির ক্ষেত্রে এটি থাকেন।
  4. ফ্রিল্যান্সিং এবং সাধারন চাকরির মধ্যে একটি বড় পার্থক্য হল সাধারণ চাকরিতে আপনার উচ্চপদস্থ লোকেরা আপনাকে যেকোন কিছু বলতে পারে কিন্তু ফ্রিল্যান্সিং-এ এটি নেই।
  5. ফ্রিল্যান্সিং করার সময় আপনি নিজস্ব কোনো সঙ্গী সাথীদের সাথে কথা বলতে পারবেন না কিন্তু সাধারন চাকরি বেলা আপনার পাশাপাশি আরো অনেক জন কাজ করবি তাই আপনি অনেকটাই ভাল বোধ করবেন।


ফ্রিল্যান্সিং( Freelance  )

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। অর্থাৎ আপনি এক নির্দিষ্ট কারো অধীনে কাজ করবেন না। এটিও একটি পেশা। কিন্তু এটি সাধারণ পেশা থেকে আলাদা কারণ এটি নিজের ওপর নির্ভর করে করা হয়। অর্থাৎ যখন আপনার মন চাইবে তখনই আপনি কাজ করতে পারবেন এবং যখন আপনার মন চাইবে না তখন আপনি কাজ করা বন্ধ করে দিবেন।

সাধারণ চাকরি(Normal jobs)

সাধারণত আমরা লেখাপড়া করে একটি সাধারণ চাকরি যোগাতে চাই। এই চাকরীর একটি লাভ হলো এটি অনেকটা স্থিতিশীল। অর্থাৎ চাকরি যে কোন সময় যাবার কোনো আশঙ্কা নেই।


তাহলে মূল কথা কি এবং আমার মতামত

আমার মতে ফ্রিল্যান্সিং থেকে সাধারণ চাকরি অনেকটাই উপযোগী। এর কারণ হলো সাধারন চাকরি করে আপনি সুখী হতে পারবেন কিন্তু ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। এর কয়েকটি কারণ দেখাইঃ

  • ফ্রিল্যান্সারদের(Freelancer)চাপ অনেক বেশি
  • ফ্রিল্যান্সাররা অনেকসময় অনৈতিক কাজে জড়িয়ে পড়ে
  • ফ্রিল্যান্সারদের টাকা অনেক সময় দেয়া হয় না বা তারা স্ক্যানার এর শিকার হয়।
তাই আমার মতে ফ্রিল্যান্সিং থেকে সাধারণ চাকরি অনেক উপযোগী। তাছাড়া যদি কারো মন চায় তাহলে সে সাধারন চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে পারে। এটি এখন জনপ্রিয় হয়ে উঠছে যে!

Post a Comment (0)
Previous Post Next Post