পেপাল বাংলাদেশে কবে আসবে?2022

 পেপাল(paypal)বাংলাদেশে কবে আসবে?



পেপাল(paypal) হচ্ছে জনপ্রিয় একটি অর্থ লেনদেনের ব্যবস্থা যার মাধ্যমে সাধারণত ফ্রিল্যান্সাররা অর্থ আদান-প্রদান করে থাকে। পেপাল বাংলাদেশে না আসার কারণে অনেক ফ্রিল্যান্সাররাই অনেক ভোগান্তি পোহাচ্ছে। এর কারণ হচ্ছেঃ

  • পেপালের মাধ্যমে বেশিরভাগ বায়ার ফ্রিল্যান্সারদের টাকা দিতে চায়। কার PayPal না থাকায় তারা সেই বায়ার হারায়।

  • বিভিন্ন ওয়েবসাইট পেপালের মাধ্যমে অর্থ প্রদান করে থাকে। তাই পেপাল না থাকার কারণে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা সেই সাইটে কাজ করতে পারে না।

  • পেপাল অর্থাদি জনপ্রিয়তাই তাই বেশিরভাগ সময় PayPal ব্যবহার করা সুবিধাজনক।
বাংলাদেশে পেপাল (Paypal)কেন আসছে না? 

পেপাল সাধারণত উন্নত দেশগুলোর মানুষজন ব্যবহার করে থাকে। তাছাড়া পেপাল এর চার্জ অত্যাধিক বেশি। তাই পেপাল ব্যবহার করলে সাধারণত অর্থের অপচয় হতে পারে। তাছাড়া দেশের মানুষ সাধারণত কম সংখ্যক পেপাল ব্যবহার করবে তাই বাংলাদেশে পেপাল এর ব্রাঞ্চ আনতে পেপাল কোম্পানি এতটা উৎসাহী নয়।


বাংলাদেশে পেপাল(PayPal) কবে আসবে?

একটি খবরে বলা হয় 2021 সালের ডিসেম্বর মাসের মধ্যে পেপাল বাংলাদেশে আসবে। জানুয়ারি মাসে ও পেপাল বাংলাদেশে আসেনি। যেহেতু পেপাল বাংলাদেশের প্রতি একটু আগ্রহ দেখিয়েছে তাই আশা করা যায় 2022 সালের মধ্যেই পেপাল বাংলাদেশে এসে পড়বে। তাছাড়া বাংলাদেশ মোটামুটি উন্নত মানের দেশে পরিণত হচ্ছে তাই পেপাল আশার এটিই উত্তম সময়।


পেপাল( PayPal)আসলে সাধারণ জনগণের লাভ কি?

  • পেপাল যেহেতু আত্তারি জনপ্রিয় একটি আর্থিক লেনদেন মাধ্যম তাই সাধারণ জনগণ বিদেশ এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারবে।
  • বিভিন্ন ওয়েবসাইট যেহেতু পেপালের মাধ্যমে পেমেন্ট দিয়ে থাকে তাই সাধারণ জনগণের সুবিধা হতে পারে।
  • অনলাইন থেকে আয় এর বিভিন্ন পদ্ধতি বের হবে।

যেহেতু বাংলাদেশ উন্নয়নশীল একটি দেশ তাই আশা করা যায় 2022 সালের মধ্যেই পেপাল বাংলাদেশে চলে আসবে। ধন্যবাদ

বিষয়বস্তু

PayPal, PayPal in Bangladesh, PayPal for freelancers,freelancers

Post a Comment (0)
Previous Post Next Post